যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলেন অ্যান্টনি ব্লিংকেন
প্রেসিডেন্টে জো বাইডেনের প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিজ্ঞ কূটনীতিক অ্যান্টনি ব্লিংকেনের নিয়োগ নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র সিনেট। মঙ্গলবার অ্যান্টনি ব্লিংকেন শপথগ্রহণ করেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, শপথগ্রহণের পর ব্লিংকেন বলেন, যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা তাঁর জন্য সম্মানের ব্যাপার হবে।
মঙ্গলবার মার্কিন কংগ্রেসের ১০০ সদস্যের উচ্চকক্ষের ভোটাভুটিতে ব্লিংকেনের নিয়োগের পক্ষে ৭৮ ভোট পড়ে ও বিপক্ষে পড়ে ২২ ভোট। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত সিনেটে অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেলেই ব্লিংকেনের নিয়োগ নিশ্চিত হতো।
এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছিলেন তিনি। জো বাইডেন তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ব্লিংকেন দীর্ঘদিন ধরেই বাইডেনের আস্থাভাজনদের একজন ছিলেন।