রাখাইন ও চিন রাজ্যে আবার ইন্টারনেট সংযোগ বন্ধ
মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন ও চিন রাজ্যে আবারো ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার। সোমবার শীর্ষস্থানীয় টেলিকম অপারেটর টেলিনর গ্রুপের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
টেলিনর জানিয়েছে, সংঘাত ছড়িয়ে পড়ার রাজ্য দুটিতে পাঁচ মাস আংশিকভাবে ইন্টারনেট সেবা চালু থাকার পর তা আবার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে মিয়ানমার সরকারের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, নরওয়ে ভিত্তিক বহুজাতিক টেলিযোগাযোগ কম্পানি টেলিনরের পক্ষ থেকে দেওয়া ওই বিবৃবিতে বলা হয়, মিয়ানমারের পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয় রাখাইন এবং চিন রাজ্যের পাঁচটি শহরে তিন মাসব্যাপী ইন্টারনেট সেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।
এর আগে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীদের শান্তি আলোচনার পর রাখাইন ও চিন রাজ্যের ওই পাঁচটি শহরে গত সেপ্টেম্বরে ইন্টারনেট সেবা ফিরিয়ে দিয়েছিল সরকার।
এই বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র টুন টুন নিয়েই বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইন্টারনেট বন্ধের বিষয়ে সেনাবাহিনী অবগত নয়।
টুন টুন বলেন, ‘ইন্টারনেট বন্ধের বিষয়ে আমরা কিছুই জানি না। এমনকি আমরা এ ব্যাপারে কিছু শুনিওনি।’