রায়ের প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দেওয়ায় ভারতে ৭৭ জন গ্রেপ্তার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/10/babri-pic.jpg)
ভারতের সর্বোচ্চ আদালত গতকাল শনিবার ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন। এতে মসজিদ ভেঙে সেই স্থানে মন্দির নির্মাণের কথা বলা হয়েছে। আদালতের এমন রায়ের প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় দুইদিনে অন্তত ৭৭ জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ।
আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, শনিবার রায় ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে কড়া নজরদারি করছে পুলিশ। রায়ের প্রতিবাদ জানিয়ে স্ট্যাটাস দেওয়ায় মোট ৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উত্তর প্রদেশ পুলিশের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, সর্বোচ্চ আদালতের দেওয়া রায়ের পর এর বিরোধিতা করে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্ট্যাটাস দিয়ে সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করার অপরাধে এরই মধ্যে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে নজরদারির পাশাপাশি প্রযুক্তি নির্ভর কন্ট্রোল রুমও খোলা হয়েছে। সেখানে বসেই অযোধ্যাসহ গোটা রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্য ও কেন্দ্রীয় বাহিনীর কর্মকর্তারা।