শ্রীলঙ্কায় ডিম ও মুরগি বিক্রি ব্যাপক হারে কমেছে
শ্রীলঙ্কায় ডিম ও মুরগির বিক্রি ব্যাপকভাবে কমেছে বলে জানিয়েছেন দেশটির পোলট্রি ব্যবসায়ীরা। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানায়।
রাজধানী কলম্বোসহ শ্রীলঙ্কার অন্যান্য এলাকার খুচরা বাজারে বর্তমানে একটি সাদা ডিমের দাম ৬৩ রুপি আর লাল ডিম বিক্রি হচ্ছে প্রতি পিস ৬৮ রুপিতে। এর ফলে বিক্রি কমতে পারে বলে মনে করা হচ্ছে।
শ্রীলঙ্কার ন্যাশনাল অ্যানিমেল ফারমার্স ইউনিয়নের আহ্বায়ক সুজিওয়া ধাম্মিকা আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দেশের বাজারে ডিম ও মুরগির বিক্রি ব্যাপকহারে কমে গেছে। ফিডের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ডিম ও মুরগির দাম বেড়েছে।’
ব্যবসায়ী নেতারা জানান, পোলট্রি ফিড এবং পুনাক্কুর (নারকেলে তৈরি বিশেষ পোলট্রি খাদ্য) দাম কেজিতে ১৫ থেকে বেড়ে ১১৫ রুপিতে ঠেকেছে। আর দুগ্ধপ্রদানকারী গরুর জন্য বিশেষ ফিডের দাম ৩৫ রুপি থেকে ৮৫ রুপি হয়ে গেছে।
এ ছাড়া পোলট্রি মুরগি ও বাণিজ্যিক খামারগুলোতে পশুর জন্য যেসব ওষুধ ব্যবহার করা হয় সেগুলোর সিংহভাগই আমদানি উৎস থেকে আসে। বর্তমানে ডলার সংকটে থাকা শ্রীলঙ্কায় এসব ওষুধ আমদানিও কঠিন হয়ে পড়েছে বলে জানান ব্যবসায়ীরা।