সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে কিশোরীর মৃত্যু
অস্ট্রেলিয়ার পার্থে নদীতে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণে ১৬ বছর বয়সি এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) পার্থের বন্দর শহর ফ্রেম্যান্টলের সোয়ান নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, ওই কিশোরী বন্ধুদের সঙ্গে জেট স্কিতে চড়ছিল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
পশ্চিম অস্ট্রেলিয়া পুলিশের পরিদর্শক পল রবিনসন বলেছেন, ‘মেয়েটি সম্ভবত কাছাকাছি দেখা একটি ডলফিনের সঙ্গে সাঁতার কাটতে নদীতে ঝাঁপ দেয়। ঘটনাটি খুব বেদনাদায়ক। মেয়েটিকে হারিয়ে তার পরিবার একেবারেই বিধ্বস্ত। যদিও মৎস্য বিশেষজ্ঞরা বলছেন নদীর ওই অংশে হাঙর থাকা অস্বাভাবিক’।
অস্ট্রেলিয়ায় প্রতি বছর প্রায় ২০টি ঘটনা ঘটে, যেখানে হাঙরের আক্রমণের কথা জানা যায়। তবে এর বেশিরভাগই ঘটে নিউ সাউথ ওয়েলস এবং পশ্চিম অস্ট্রেলিয়ায়।
যদিও দেশটিতে হাঙ্গরের আক্রমণে মারা যাওয়ার ঘটনা অস্বাভাবিক। এক শতাব্দীরও বেশি সময়ের ইতিহাস থেকে জানা যায়, দেশটিতে হাঙরের আক্রমণে মৃত্যুর হার বছরে ০ দশমিক ৯ শতাংশ।