সিরিয়ায় বাসে হামলা, নিহত ২৮
সিরিয়ার পূর্বাঞ্চলে একটি বাসে হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির দিয়ের আল জোর প্রদেশে বুধবার বাসটিতে হামলা হয়। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
এদিকে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) ও অন্য সূত্রগুলো ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানিয়েছে, তিনটি বাস সৈনিক ভর্তি ছিল এবং নিহতের সংখ্যা আরো অনেক বেশি।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) এ হামলার দায় দিয়ে যুক্তরাজ্যভিত্তিক অবজারভেটরি বলেছে, এতে ৩৭ জন সৈন্য নিহত হয়েছে।
বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে এসওএইচআর বলেছে, ‘এটি ইসলামিক স্টেট সদস্যদের সুপরিকল্পিত চোরাগোপ্তা হামলা ছিল। সরকারপন্থি মিলিশিয়া ও সৈনিকদের তিনটি বাসে হামলা চালিয়েছে তারা।’
ইরাক সীমান্ত সংলগ্ন দিয়ের আল জোরের প্রধান মহাসড়কে সংঘটিত ঘটনাটিতে সেনাবাহিনীর যানবাহনের ওপর চোরাগোপ্তা হামলা চালানো হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা ও সরকারের পক্ষত্যাগকারী একজন সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।