সোনা ও রুপার বাসনে ট্রাম্পকে আপ্যায়ন করবে ভারত
আগামীকাল সোমবার দুদিনের সফরে ভারতের মাটিতে পা রাখবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর এই সফরে সঙ্গে আসছেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প ও মেয়ের জামাই জ্যারেড কুশনার।
মার্কিন প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাতে ভারতের রাজধানী দিল্লিতে চলছে সাজ সাজ রব। ট্রাম্পের আপ্যায়নে যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে তার ব্যবস্থাপনায় রীতিমতো তোড়জোড় শুরু করে দিয়েছে নরেন্দ্র মোদির সরকার।
এলাহি আয়োজন করা হয়েছে ট্রাম্পের জন্য। ভারতীয় সংস্কৃতির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের পরিচয় করাতে সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। জয়পুর থেকে আনা হয়েছে সোনা ও রুপার বাসন। ভারতও যে ঐশ্বর্যের দিক থেকে কোনো অংশে কম নয় তা জাহির করতে একেবারেই খামতি রাখছে না মোদি সরকার।
জয়পুর থেকে বিশেষ অর্ডার দিয়ে আনা হয়েছে সোনা ও রুপার তৈরি খাবার প্লেট ও ডাইনিং সেট। সেই বিশেষ বাসনেই মার্কিন প্রেসিডেন্টকে খাবার পরিবেশন করা হবে বলে জানা গেছে।
এই ডাইনিং সেটের প্রস্তুতকারক অরুণ পাবুওয়াল জানিয়েছেন, এর আগে ভারতে আসা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার জন্যও এই আয়োজন করা হয়েছিল। ভারতীয় রন্ধনের সঙ্গে ট্রাম্প যাতে পরিচিত হতে পারেন তার আয়োজনে কোনো ঘাটতি রাখছে না দিল্লির প্রসিদ্ধ রেস্তোরাঁ বুখারা। ট্রাম্পের পছন্দের কথা মাথায় রেখে ট্রাম্প প্ল্যাটার তৈরি করেছে এই রেস্তোরাঁ। সেখানে এম এফ হুসেনের আঁকা একটি অ্যাপ্রোন উপহার দেওয়া হবে মার্কিন প্রেসিডেন্টকে।
জানা গেছে, ট্রাম্পের খাদ্য তালিকায় থাকছে ডায়েট কোক, চেরি ভেনিলা আইসক্রিম।
গত ৪১ বছর ধরে দিল্লির প্রসিদ্ধ এই রেস্তোরাঁ নিজেদের মেনুতে কোনো পরিবর্তন আনেনি। এই স্তেোরাঁর জনপ্রিয়তা তন্তুর এবং কাবাবের জন্য। ট্রাম্পের আগে বারাক ওবামা, বিল ক্লিন্টন, জর্জ বুশ, ভ্লাদিমির পুতিন, দালাই লামাসহ একাধিক বিশ্বনেতা এই রেস্তোরাঁয় খাবার খেয়েছেন। তন্তুরির পাশাপাশি রেস্তোরাঁর বিশেষত্ব ডাল-বুখারা পরিবেশন করা হবে ট্রাম্পকে।
ভারতের রাজধানী দিল্লির আইটিসি ময়ূরার যে স্যুটে মার্কিন প্রেসিডেন্ট সস্ত্রীক অবস্থান করবেন তার এক রাতের ভাড়া আট লাখ রুপি। এ নিয়ে ট্রাম্প চতুর্থ মার্কিন প্রেসিডেন্ট যিনি আইটিসি ময়ূরার অতিথি তালিকা সমৃদ্ধ করতে চলেছেন। দিল্লির সর্দার প্যাটেল মার্গের আইটিসি ময়ূরার ১৪তলার এই চাণক্য স্যুটে এর আগে অতিথি হিসেবে ছিলেন বারাক ওবামা, বিল ক্লিন্টন ও জর্জ বুশ।
দিল্লির বুকে একমাত্র এই হোটেলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ দ্বারা নির্ধারিত দূষণমুক্ত বাতাস পাওয়া যায়। দিল্লির বায়ুদূষণ এড়াতে তাই এই হোটেলকেই বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে।