সৌদি আরবে ভ্রমণবিধি না মানলে সর্বোচ্চ এক লাখ রিয়াল জরিমানা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/03/merlin_161951100_b5d16e72-6091-4e99-b029-2fb3b3f2500c-superjumbo.jpg)
ভ্রমণবিধি না মানলে সৌদি আরবে সবোর্চ্চ এক লাখ রিয়াল জরিমানা এবং পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে। ছবি : সংগৃহীত
ভ্রমণবিধি না মানলে সৌদি আরবে সবোর্চ্চ এক লাখ রিয়াল জরিমানা এবং পাঁচ বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে।
দেশটির মন্ত্রিসভায় ‘ট্রাভলে ডকুমেন্ট ল’ নামের এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে।
এতে বলা হয়, অপরাধের মাত্রা অনুসারে পাঁচ হাজার থেকে শুরু করে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে নতুন এ আইনে।
একই সঙ্গে ভ্রমণ বিধিনিষেধ অমান্যকারীকে তিন থেকে পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না।
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/03/capture1.jpg)
বিমান চলাচল শুরু করলেও করোনার বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করে সৌদি আরব।
এ ভ্রমণ নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের জন্য সম্প্রতি এ নতুন আইন করেছে সৌদি আরব।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকা পাসপোর্ট ও অভিবাসন বিভাগ এ ব্যাপারে নজরদারি শুরু করছে।