স্পাই বেলুন নিয়ে উত্তেজনা; চীন সফর বাতিল করলেন ব্লিঙ্কেন
যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় চীনের স্পাই বেলুন উড়ার ঘটনাকে দেশের সার্বভৌমত্বের প্রতি ‘অগ্রহণযোগ্য লঙ্ঘন’ হিসেবে উল্লেখ করে দেশটির পরারাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার নির্ধারিত চীন সফর বাতিল করেছেন।
গতকাল শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ব্লিঙ্কেন সাংবাদিকদের জানান, বেলুনের ঘটনা এই সফরের উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করেছে। রোববার থেকে তার এই সফর শুরুর কথা ছিল।
ব্লিঙ্কেন বলেন, ‘বিষয়টির গুরুত্ব বুঝতে হবে যে, এই নজরদারি বেলুনটি যুক্তরাষ্ট্রের আকাশে, আমাদের আকাশে। এ ঘটনা আমাদের সার্বভৌমত্বের লঙ্ঘন, এটি আন্তর্জাতিক আইনের পরিষ্কার লঙ্ঘন এবং পরিষ্কার অর্থে অগ্রহণযোগ্য।’
এদিকে চীন যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় বেলুন প্রবেশ করায় দুঃখ প্রকাশ করেছে। চীন বলেছে যে, ওই বেলুনটিকে আবহাওয়া নিয়ে গবেষণার জন্য বেসরকারিভাবে ব্যবহার করা হচ্ছিল। বেলুনটি তার চালনাশক্তির সীমিত সামর্থের কারণে পরিকল্পিত যাত্রাপথ থেকে অনেক দূর সরে গিয়েছে।
তবে যুক্তরাষ্ট্র বলছে যে, বেলুনটি আকাশের অনেক ওপর দিয়ে উড়ে যাবার ক্ষমতাসহ একটি নজরদারি বেলুন।