স্বাধীন কাতালোনিয়ার দাবিতে বার্সেলোনায় লাখো মানুষের মিছিল
স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন কাতালোনিয়া রাষ্ট্রের দাবিতে বার্সেলোনায় লাখ লাখ মানুষ মিছিল করেছে। এ সময় তাদের স্লোগান দিতে, গান গাইতে এবং পতাকা দোলাতে দেখা গেছে।
এই মিছিলের আয়োজন করেছিল তৃণমূল অ্যাসেম্বেলা ন্যাশনাল কাতালানা (এএনসি)। গতকাল শনিবার (১১ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
২০১৭ সালে আটকের পর ক্ষমা করে দেওয়া ৯ বিচ্ছিন্নতাবাদী কাতালানকে মুক্তি দেওয়ার পর এটাই সংগঠনটির প্রথম র্যালি। মিছিলের বেশিরভাগ অংশগ্রহণকারীর মুখ ঢাকা ছিল।
পুলিশ বলেছে, আনুমানিক এক লাখ আট হাজার মানুষ র্যালিতে অংশ নিয়েছিল। এএনসির দাবি, অংশগ্রহণকারী ছিল চার লাখের বেশি।
ক্ষমা পাওয়া সেই ৯ নেতার কয়েকজন শনিবারের এই র্যালিতে অংশ নিয়েছেন। ১৭১৪ সালের ১১ সেপ্টেম্বর কাতালোনিয়া দখল করে স্পেন। র্যালিতে সেই দিনের কথাও স্মরণ করা হয়েছে।