হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সৌদি বাদশাহ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/05/08/baadshaah_saalmaanr.jpg)
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ছবি : সংগৃহীত
সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার দেশটির রাজকীয় আদালতের বিবৃতির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য জানায়।
কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য সৌদি বাদশাহ গতকাল শনিবার জেদ্দায় কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি হন। পরে আজ রোববার সকালে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/05/08/baadshaah_saalmaan_insaartt.jpg 687w)
পবিত্র মাহে রমজানের শেষের দিনগুলো মক্কার আল-সাফা প্রাসাদে কাটান সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সরকারের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও রাজপুত্রদের সঙ্গে নিয়ে ঈদুল ফিতরের নামাজ মক্কায় মসজিদে কাবায় আদায় করেন তিনি।