হিটলার বাহিনীর হাত থেকে বেঁচে ফেরা রোমানশেঙ্কোর মৃত্যু পুতিন বাহিনীর হাতে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/22/image-.jpg)
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ব্যাপক হত্যাযজ্ঞ থেকে বেঁচে গিয়েছিলেন বরিস রোমানশেঙ্কো। কিন্তু ইউক্রেন সংঘাত থেকে বাঁচতে পারেননি ৯৬ বছর বয়সী ইউক্রেনের এই নাগরিক। গত সপ্তাহে যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেনের খারকিভ শহরে গোলাগুলির সময় নিহত হন তিনি।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির বুখেনওয়াল্ড বন্দিশিবিরে থাকলেও প্রাণে বেঁচে গিয়েছিলেন রোমানশেঙ্কো। একই যুদ্ধে নাৎসিদের ডোরা-মিটেলবাউ বন্দিশিবিরেও ছিলেন তিনি। তবে সেখান থেকেও প্রাণ নিয়ে ফেরেন। এরপর বারগেন-বেলজেন শিবিরেও প্রাণে রক্ষা পেয়েছেন। তবে এতবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেও ইউক্রেন যুদ্ধে সেটা পারলেন না তিনি।
এ নিয়ে সোমবার (২১ মার্চ) বুখেনওয়াল্ড মেমোরিয়াল একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়, খুবই আতঙ্কের বিষয় যে, ইউক্রেন যুদ্ধে বরিস রোমানশেঙ্কো প্রাণ হারিয়েছেন। রুশ সেনাদের ছোঁড়া গোলার আঘাতে একটি বহুতল ভবনে আগুন ধরে যায়। ওই ভবনেই বসবাস করতেন তিনি। খবর রয়টার্সের।
বিবৃতিতে আরও বলা হয়, ‘রোমানশেঙ্কোর ভয়ঙ্কর মৃত্যু আমাদের দেখিয়েছে যে বন্দী শিবির থেকে বেঁচে যাওয়া মানুষদের জন্যও ইউক্রেন যুদ্ধ কত বড় হুমকি। আমরা একজন ঘনিষ্ঠ বন্ধু হারিয়ে গভীর শোকাহত।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/03/22/capture_0.jpg 687w)
এ বিষয়ে সোমবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘চিন্তা করুন, তিনি (রোমানশেঙ্কো) কত ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে বেঁচেছিলেন। কিন্তু তাকেও খারকিভের একটি সাধারণ বহুতল ভবনে গোলা নিক্ষেপে মারা হলো। এই যুদ্ধে যতই দিন যাচ্ছে, সবার কাছে রাশিয়ানদের নাৎসিমুক্তকরণের মানে আরও স্পষ্ট হয়ে উঠছে।’
রোমানশেঙ্কোর মৃত্যর ঘটনায় নিন্দা জানিয়েছে ইউক্রেনের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তায় বলেছে, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার যা করেননি, পুতিন এখন তাই করছেন।’