১৫ হাজার রুশ সেনা নিহতের দাবি ইউক্রেনের
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/22/2022_2.jpg)
যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত ১৫ হাজারের বেশি রুশ সেনা মারা গেছেন বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তাদের সর্বশেষ বিবৃতিতে আরও জানানো হয়, গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণ শুরুর পর রাশিয়ার ২০৯টি ট্যাংক ধ্বংস করা হয়েছে। এ ছাড়া রুশ সেনাদের হারাতে হয়েছে ১ হাজার ৫৫৬টি সাঁজোয়া যুদ্ধযান, ২৫২টি কামান।
তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই দাবির বিষয়ে নিশ্চিত হতে পারেনি বিবিসি। এই দাবির ব্যাপারে মস্কোও কোনো প্রতিক্রিয়া দেয়নি।
২ মার্চ এক বিবৃতিতে রাশিয়া কেবল ৪৯৮ সেনার মৃত্যুর কথা স্বীকার করে। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র জানায়, যুদ্ধে সাত হাজার রুশ সেনার মৃত্যু হতে পারে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/03/22/capture_5.jpg 490w)
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরবরাহকৃত তালিকায় এখন পর্যন্ত রাশিয়ার ক্ষয়ক্ষতি
বিভিন্ন ধরনের রকেট লঞ্চার: ৮০টি ইউনিট
আকাশ প্রতিরক্ষা : ৪৫ ইউনিট
যুদ্ধবিমান : ৯৯ ইউনিট
হেলিকপ্টার : ১২৩ ইউনিট
স্বয়ংক্রিয় সরঞ্জাম : ১ হাজার ইউনিট
জাহাজ/নৌকা : ৩ ইউনিট
জ্বালানি ট্যাংক : ৭০
মনুষ্যবিহীন আকাশযান (ড্রোন) : ৩৫
বিশেষ সরঞ্জাম : ১৫