২০ ‘হারেম সুন্দরী’ নিয়ে সেলফ আইসোলেশনে থাই রাজা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/30/thai-king.jpg)
করোনার থাবা থেকে রেহাই পাচ্ছেন না কেউ। থাইল্যান্ডে এখন পর্যন্ত এক হাজার ৩৮৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এঁদের মধ্যে মৃত্যু হয়েছে সাতজনের। বিশ্ব গণমাধ্যমে খবর আসছে, সাধারণ মানুষ থেকে শুরু করে মন্ত্রী ও রাজা-মহারাজারাও আক্রান্ত হচ্ছেন।
এরই মধ্যে থাই রাজা মহা ভাজিরালংকর্ন জার্মানিতে এক বিলাসবহুল হোটেলে ‘সেলফ আইসোলেশনে’ অবস্থান করছেন। সঙ্গে রয়েছেন তাঁর ২০ উপপত্নী, যাঁদের হারেম সুন্দরী বলা হয়ে থাকে।
এ ঘটনায় থাইল্যান্ডজুড়ে অনলাইন-অফলাইনে সমালোচনার ঝড় উঠেছে। জার্মান ট্যাবলয়েড বিল্ড-এর বরাত দিয়ে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, ৬৭ বছর বয়সী থাই রাজার কর্মচারীদের সঙ্গে ২০ জন হারেম সুন্দরী ও অসংখ্য সদস্যের কর্মীবাহিনী আছে। তবে থাই রাজার সঙ্গে তাঁর চার স্ত্রীর কেউ আছে কিনা, তা জানা যায়নি।
রাজার এমন কর্মকাণ্ডে বেজায় খেপেছেন থাইল্যান্ডের বাসিন্দারা। দেশটির হাজার হাজার নাগরিক সামাজিক যোগাযোগমাধ্যমে এর কড়া সমালোচনা করেছেন।
থাইল্যান্ডে রাজার সমালোচনা করলে ১৫ বছরের কারাদণ্ডের বিধান থাকা সত্ত্বেও থাইল্যান্ডের টুইটার ব্যবহারকারীরা ‘#হোয়াই ডু উই নিড অ্যা কিং’ হ্যাশট্যাগ ট্রেন্ডের তালিকায় তুলেছেন।
সম্প্রতি থাই রাজা ও তাঁর স্ত্রীর করোনাভাইরাস পরীক্ষা করা হয়। তাতে দেখা যায়, তাঁরা করোনামুক্ত রয়েছেন। তবে জীবাণুমুক্ত করতে গোটা রাজপ্রাসাদে জীবাণুনাশক ছিটানো হয়।