৯ ঘণ্টার ব্যবধানে তুরস্কে ফের ভূমিকম্প, নিহতের সংখ্যা হাজার ছাড়িয়েছে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/02/06/earth.jpg)
সাত দশমিক ৮ মাত্রার রেশ না কাটতেই তুরস্কে ফের ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক পাঁচ। দেশটির স্থানীয় সময় সোমবার দুপুর ১টা ২৪ মিনিটে কাহরামানমারাস প্রদেশের এলবিস্তানে এই ভয়াবহ ভূমিকম্প হয়। খবর বিবিসির।
এর আগে সোমবার ভোরে উত্তরের শহর গাজিয়ানটেপে সাত দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। গাজিয়ানটেপ থেকে এলবিস্তানের দূরত্ব ৮০ মাইল।
এদিকে, ভূমিকম্পে তুরস্কে এ পর্যন্ত ৯১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। এ ছাড়া পাঁচ হাজার ৩৮৩ জন আহত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
এরদোগান বলেছেন, ‘১৯৩৯ সালের পর সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আজ হয়েছে। আমাদের দুই হাজার ৮১৮টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2023/02/06/earthquack.jpg)
অন্যদিকে, তুরস্কের প্রতিবেশী দেশ সিরিয়ায় ৩২০ জনে মৃত্যুর তথ্য জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। আর আসাদ সরকার বলছে, দেশটিতে নিহতের সংখ্যা ৩৮০ ছাড়িয়েছে। শুধুমাত্র আলেপ্পো, লাতাকিয়া, হামা ও ট্রটাসে মারা গেছে ২৩৯ জন।