বার্লিনে মার্কেটে লরি ঢুকে পড়া ‘সম্ভবত সন্ত্রাসী হামলা’
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2016/12/20/photo-1482238741.jpg)
জার্মানির বার্লিনের প্রাণকেন্দ্রে ব্যস্ত একটি মার্কেটে লরি ঢুকে পড়ার ঘটনাকে ‘সম্ভবত সন্ত্রাসী হামলা’ বলেছে পুলিশ।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এই হামলায় কমপক্ষে ১২ জন নিহত হন। আহত হন ৪৮ জন।
আটক লরির চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি একজন পাকিস্তানি আশ্রয়প্রার্থী। গত বছর জার্মানিতে প্রবেশ করেছেন।
জার্মান গণমাধ্যম জানিয়েছে, বার্লিন বিমানবন্দরের কাছে একটি শরণার্থী শিবিরে তল্লাশি চালানো হচ্ছে। এখানেই ট্রাকচালক বসবাস করতেন বলে পুলিশের ধারণা। ছোটখাটো অপরাধের জন্য পুলিশের কাছে আগে থেকে তিনি পরিচিত ছিলেন। কিন্তু সন্ত্রাসবাদের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ থাকার কথা জানা যায়নি। রাজনীতিবিদরা এখনই এটিকে সন্ত্রাসী হামলা বলতে রাজি নন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আন্দ্রেস গেইজেল এআরডি টেলিভিশনকে বলেছেন, ‘সেখানে অনেকগুলো বিষয় একটি দিকের প্রতিই নির্দেশ করছে।’
বার্লিনের পশ্চিমে ফুটপাতের মার্কেট কারফুয়েরস্পেনড্যামের কাছে ব্রেইটসশিডপ্লেৎজে এই মার্কেটটি অবস্থিত। এই মার্কেটে বড়দিনের বিভিন্ন সামগ্রী পাওয়া যায়।
কায়সার উইলহেম মেমোরিয়াল চার্চের কাছে এই দুর্ঘটনা ঘটেছে। এই চার্চ দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয় এবং শান্তির প্রতীক হিসেবে সংরক্ষিত।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে ব্যস্ততম সময়ে ইস্পাতের বিম বোঝাই ট্রাকটি মার্কেটে ঢুকে পড়ে এবং কাঠের তৈরি দোকানগুলো ভেঙে ফেলে। এ সময় দোকানগুলোতে দাঁড়িয়ে থাকা স্থানীয় ও পর্যটকরা হতাহত হয়।
ডিপিএ সংবাদ সংস্থা জানায়, পুলিশের ধারণা, লরিটি বাজার এলাকার ৫০ থেকে ৮০ মিটার ভেতরে ঢুকে পড়ে।