নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনিতে ভূমিকম্প
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/01/08/photo-1483880029.jpg)
নিউজিল্যান্ডের পূর্ব ও উত্তরাঞ্চল এবং পাপুয়া নিউগিনির দক্ষিণ উত্তরাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের সিসমোগ্রাফ চিত্র। ছবি : বিবিসি
নিউজিল্যান্ড ও পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে নিউজিল্যান্ডের পূর্ব ও উত্তরাঞ্চল এবং পাপুয়া নিউগিনির দক্ষিণ-উত্তরাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
বিবিসির খবর অনুযায়ী, পাপুয়া নিউগিনির ফিনস্ক্যাহাফেন শহর থেকে ৫৮ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছিল ভূকম্পনের কেন্দ্র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) খবর অনুযায়ী গ্রিনিচ মান সময় রোববার ৮:৫২:৮টায় ভূমিকম্পটি আঘাত হানে। পাপুয়া নিউগিনিতে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৯ মাত্রার।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ৬.২৩৯১ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ ও ১৪৭.৪৭৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে এবং মাটির ৬৬.৯৭ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।