জেরুজালেমে লরি হামলাকারী ‘আইএস সমর্থক’

ইসরায়েলের জেরুজালেমের ব্যস্ত রাস্তায় লরি হামলায় চারজনের নিহতের পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘সব আলামত বলছে, হামলাকারী তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক ছিলেন।’ তবে তিনি ওই অভিযোগের সপক্ষে কোনো কারণ ব্যাখ্যা করেননি।
স্থানীয় সময় গতকাল রোববার একজন ফিলিস্তিনি একদল সৈন্যের ওপর একটি লরি উঠিয়ে দেয়। পরে ওই হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হন।
এদিকে, ওই হামলার পর ইসরায়েলের মন্ত্রিসভা নিরাপত্তার খাতিরে আইএসের প্রতি সহানুভূতিশীলদের বিনা বিচারে আটকের বিষয়টিতে অনুমোদন দেয়। হামলায় তিন নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো ১৭ জন।
এই লরি হামলাকারীর নাম ফাদি কুনবার বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। ২৮ বছর বয়সী ওই ফিলিস্তিনি যুবক দেশটির পূর্বাঞ্চলীয় জেলা জাবেল মুকাবেরের বাসিন্দা বলেও জানায় পুলিশ।
সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, ট্রাকটি দ্রুতগতিতে রাস্তার পাশের সৈনিকদের ওপর উঠে পড়ে। এর পর হামলাকারী আরো কিছু সৈনিককে চাপা দেওয়ার উদ্দেশ্যে ট্রাকটিকে পেছনে নিতে থাকেন। আর এ সময়ে তিনি নিরাপত্তাকর্মীর গুলিতে নিহত হন।