সিঙ্গাপুরের সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা

ছবি : এএফপির ফাইল ছবি
সিঙ্গাপুরে সাধারণ নির্বাচন আগামী ৩ মে অনুষ্ঠেয় হবে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দেশটির নির্বাচন কর্মকর্তারা এই ঘোষণা দেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের জন্য এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হবে।
দীর্ঘ কয়েক দশক লি পরিবার সিঙ্গাপুরের রাজনীতিতে প্রভাবশালী ভূমিকা রেখে আসছে। গত বছর লরেন্স ওং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। লি কুয়ান ইউয়ের ছেলে লি হিসিয়েন লুংয়ের স্থলাভিষিক্ত হন লরেন্স ওং। আগামী নির্বাচন ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টির (পিএপি) জন্য প্রথম নির্বাচনি লড়াই।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর শুরু হবে নির্বাচনি প্রচারণা।