প্রেমিকের পরীক্ষা নিতে পাঠালেন পর্নোতারকা, তারপর?

প্রেমিক সৎ কি না, সেই পরীক্ষা করতে এক পর্নোতারকার সাহায্য নিয়েছিলেন এক নারী। কিন্তু সেটি থেকে শেষ পর্যন্ত বলতে গেলে উল্টো ফল পেয়েছেন তিনি। তাঁর মধ্যে জেগেছে ঈর্ষা, তৈরি হয়েছে অস্বস্তিবোধ!
আর এই ঘটনার পুরো ভিডিওটি ধারণ করা হয় সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে ‘টু ক্যাচ এ চিটার’ (প্রতারককে ধরতে) শিরোনামের একটি শোতে প্রচারের জন্য।
যুক্তরাষ্ট্রভিত্তিক ওই ইউটিউব শোর সাম্প্রতিক একটি পর্বে দেখা যায়, পর্নোতারকা ভ্যালেরি হোয়াইট ওই তরুণীর প্রেমিককে প্ররোচিত করতে চেষ্টা করেন। যুবক ওই প্রেমিকের কাছে ফোন নম্বর চান ভ্যালেরি। কিন্তু যুবক শান্তভাবে বিষয়টি এড়িয়ে গিয়ে ভ্যালেরিকে নম্বর দেওয়া থেকে বিরত থাকেন।
একপর্যায়ে ভ্যালেরি যুবকের উদ্দেশে বলেন, ‘আপনি সমকামীদের মতো নন, তাই তো?’
এরপর ওই যুবক ভ্যালেরির উদ্দেশে বলেন, তাঁর মেয়েবন্ধু আছে। কিন্তু এর পরও ক্ষান্ত হননি ভ্যালেরি। তিনি যুবকের বাড়িতে থাকা ও তাঁর যৌনাঙ্গে স্পর্শ করতে চান। কিন্তু যুবক ভ্যালেরির কাছ থেকে সরে গিয়ে গাড়িতে উঠতে যান। সে সময় ভ্যালেরিও গাড়ি পর্যন্ত হেঁটে যান।
পুরো দৃশ্যটি একটি মনিটরে দেখেছেন যুবকের মেয়েবন্ধু। এতে অস্বস্তিবোধ করেছেন তিনি।
অন্যদিকে এই শোটির উপস্থাপক মনে করছেন, প্রেমিক যুবকটি পরীক্ষায় পাস করেছেন। কিন্তু ‘মিথ্যা নাটক’-এর আশ্রয় নেওয়া প্রেমিকা মনে করছেন, পর্নোতারকা তাঁকে পাগল করে দিয়েছে। সে সত্যিই সত্যিই তাঁর ছেলেবন্ধুকে বাগাতে গিয়েছিল!