নদী পার হতে গিয়ে কুমিরের আক্রমণে মৃত্যু
অস্ট্রেলিয়ায় নদী পার হওয়ার সময় কুমিরের আক্রমণে নিহত হয়েছেন ৪৭ বছর বয়সী এক ব্যক্তি।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ কুমিরটিকে গুলি করে হত্যা করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে কাকাদু ন্যাশনাল পার্কে অবস্থিত কাহিল ক্রসিং হেঁটে পার হচ্ছিলেন ওই ব্যক্তি। সে সময় একটি কুমির তাঁকে আক্রমণ করে। কুমিরটির দৈর্ঘ্য ১১ ফুট।
নিহত ওই ব্যক্তির সঙ্গে নদী পার হচ্ছিলেন আরো দুই নারী। তাঁরা জানিয়েছেন, নদীটি পার হওয়ার পর থেকেই ওই ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের পুলিশপ্রধান বব হ্যারিসন বলেন, ‘বৃষ্টির কারণে নদীতে সে সময় বেশ কিছুটা পানি ছিল। স্থানটি কুমিরের জন্য বেশ কুখ্যাত।’
‘সেখানে সাইনবোর্ডে বলা হয়েছে, পানিতে না নামার জন্য। কিন্তু লোকজন নামে। দুর্ভাগ্যবশত তাঁকে জীবন দিয়ে এর মূল্য দিতে হলো।’
এর আগে ১৯৮৭ সালে অস্ট্রেলিয়ায় একই ধরনের ঘটনা ঘটে। ইস্ট অ্যালিগেটর নদীতে মাছ ধরছিলেন ৪০ বছর বয়সী এক ব্যক্তি। সে সময় পা পিছলে পানিতে পড়ে গেলে কুমিরের আক্রমণে নিহত হন তিনি।