মোদির সফরে উত্তরবঙ্গে খুলছে আরেকটি দরজা!
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকালে ভারত-বাংলাদেশের মধ্যে খুলে যেতে চলেছে যোগাযোগের আরো একটি দরজা। ভারতের প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সফরকালে শিলিগুড়ির ফুলবাড়ী সীমান্ত চেকপোস্ট খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হবে। আজ সকালে ফুলবাড়ী সীমান্তে এ কথা জানান পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব।
গৌতম দেব বলেন, ‘যাত্রী প্রতীক্ষালয় (বিশ্রামাগার), পাসপোর্ট-ভিসা পরীক্ষার সব আয়োজনই এখানে সম্পূর্ণ। এখন শুধু দরজা খুলে দেওয়ার অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রীর সফরকালেই এই উত্তরের দরজা খুলে যাবে।
বাংলাদেশের সঙ্গেও এ ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। এই দরজা খুলে গেলে খুব সহজেই বাংলাদেশ পৌঁছানো সম্ভব হবে। একই সঙ্গে ভারত-বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক আরো দৃঢ় হবে।’
পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী আরো বলেন, ‘এই ফুলবাড়ী বর্ডার চালু হলে বাংলাদেশ থেকে যাঁরা ট্যুরিস্ট ভিসা নিয়ে ঘুরতে আসেন এবং যে সমস্ত ছাত্রছাত্রী আসেন এ দেশে, তাঁদের যাতায়াতে অনেক সুবিধা হবে। চ্যাংড়াবান্ধা ও হিলি বর্ডার ছাড়াও এই ফুলবাড়ী বর্ডার চালু হলে বাংলাদেশের সঙ্গে যোগাযোগব্যবস্থা আরো নিবিড় হবে। আগামী দিনে এশিয়ান হাইওয়েতে ইস্ট-ওয়েস্ট করিডর চালু হতে যাচ্ছে। সেই করিডর চালু হলে এই ফুলবাড়ী বর্ডারের প্রয়োজনীয়তা আরো বৃদ্ধি পাবে। আমাদের তরফে এখন সমস্ত আয়োজন সম্পূর্ণ। বাংলাদেশের তরফেও পূর্ণ সায় আছে। এবার উচ্চপর্যায়ের ছাড়পত্রের আনুষ্ঠানিকতার পালা। এই ছাড়পত্র পেলেই এই ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে যাতায়াত শুরু হয়ে যাবে।