স্থলসীমান্ত চুক্তির নথি হস্তান্তরে ইতিহাস তৈরি হলো
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে ইতিহাস তৈরি হলো। আজ শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষর শেষে এক টুইটার বার্তায় মোদি এ মন্তব্য করেন।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র বিকাশ স্বরূপ আরেক টুইটার বার্তায় বলেন, “আজকের স্মরণীয় এই দিনটিকে ‘ঐতিহাসিক’ বললেও কম বলা হবে।”
এর আগে বিকেল ৩টা ৫০ মিনিটে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তিনিসহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা-ঢাকা-আগরতলা ও ঢাকা-শিলং-গৌহাটি বাস সার্ভিসের উদ্বোধন করেন। উদ্বোধনের পর বাস দুটি গন্তব্যের উদ্দেশে যাত্রা শুরু করে।
এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে সোনারগাঁও হোটেলে বৈঠকে বসেন মোদি। সেখানে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে এক টুইটার বার্তায় জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র বিকাশ স্বরূপ।