অস্ট্রেলিয়ায় বিপণিবিতানে ভেঙে পড়ল বিমান, নিহত ৫
অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে একটি বিপণিবিতানে বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিমানটি মেলবোর্নের অ্যাসেনডন বিমানবন্দর থেকে উড়ে এসেছিল। দুর্ঘটনার সময় বিপণিবিতানটি বন্ধ ছিল।
অস্ট্রেলিয়ার পুলিশ সূত্রে জানা যায়, ছোট ওই বিমানটিতে পাঁচজন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই তাঁরা নিহত হন।
ভিক্টোরিয়া রাজ্য পুলিশের সহকারী কমিশনার স্টিফেন লিন বলেন, দুর্ঘটনায় বিমানের যাত্রী ছাড়া অন্য কারো কোনো ক্ষতি হয়নি।
‘আগুন দেখে মনে হচ্ছে, এটা আসলেই সৌভাগ্যের বিষয় যে ওই দোকানগুলো ও আশপাশের গাড়ি রাখার জায়গায় কেউ ছিল না। এ জন্য অন্য কেউ আহত হয়নি’, বলেন লিন।
ভিক্টোরিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী ড্যানিয়েল অ্যান্ড্রুস ওই দুর্ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ‘আজ আমাদের জন্য একটি শোকাবহ দিন। গত ৩০ বছরে এই রাজ্যে বিভিন্ন বিমান দুর্ঘটনায় অনেক মানুষ নিহত হয়েছেন।’
মাইকি কাহিল নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি বলতে পারি এটা খুবই ভয়ংকর ছিল। বিস্ফোরণের আগুন ১০০ ফুট উপরে উঠে গিয়ে বেলুন আকৃতি ধারণ করেছিল।’
অ্যাসেনডন বিমানবন্দরটি মেলবোর্ন শহর থেকে ১৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে। সাধারণত হালকা ধরনের বিমানই ওই বিমানবন্দরটি ব্যবহার করে থাকে।