যতবার টয়লেটে ততবার টাকা
প্রকৃতির ডাক পেলেই হাতেনাতে মিলবে টাকা। যতবার টয়লেটে যাবেন, ততবারই হাতে আসবে একেবারে নগদ টাকা। অবাক হওয়ার কিছু নেই। এমন ঘটনাই ঘটতে চলেছে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ পৌরসভা এলাকায়। এত দিন রাস্তার ধারে সুলভে শৌচাগার ব্যবহার করলে গ্যাঁটের কড়ি খরচ করে প্রাকৃতিক কাজটি সারতে হতো। এবারে ঠিক তার উল্টো ঘটনা ঘটতে যচ্ছে আহমেদাবাদে। খোলা আকাশের নিচে মলমূত্র ত্যাগের অভ্যাস বন্ধ করার জন্য এমন অভিনব উদ্যোগ নিচ্ছে গুজরাটের আহমেদাবাদ পৌরসভা।
গুজরাট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান প্রবীণ পটেলের উদ্যোগে এ ব্যবস্থা এখন চালুর পথে। আগামী সপ্তাহের মধ্যেই চালু হবে অভিনব প্রকল্পটি। প্রবীণ পটেল জানিয়েছেন, জনসাধারণের ব্যবহারের জন্য আহমেদাবাদ শহরে ৩১৫টি গণশৌচাগার আছে। অথচ খুব কমসংখ্যক মানুষ সেসব টয়লেট ব্যবহার করেন। শহরের অন্তত ১২০টি জায়গা রয়েছে, যেখানে খোলা জায়গায় মানুষ মলমূত্র ত্যাগ করে পরিবেশ দূষিত করেন। এসব মানুষ যাতে পাবলিক টয়লেট ব্যবহার করেন, এ অভিনব প্রকল্প। টয়লেটে ঢুকলেই এক টাকা করে দেওয়া হবে প্রত্যেককে।
সম্প্রতি বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে যত্রতত্র মলমূত্র ত্যাগের অভ্যাস ঠেকাতে উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে মূত্রত্যাগের স্থানে আরবি হরফে বাক্য লিখে দেয় মন্ত্রণালয়। তবে এ উদ্যোগ ফলপ্রসূ হয়েছে কি না, এখনো জানা যায়নি।