ভারতে জঙ্গি সন্দেহে বাংলাদেশি গ্রেপ্তার, চলছে জিজ্ঞাসাবাদ
মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করছে ভারতের নিরাপত্তা বাহিনী। তাঁর কাছে ভারতের কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে। এই পরিপ্রেক্ষিতে ভারতের গোয়েন্দা কর্মকর্তারা ত্রিপুরার বেসামরিক প্রশাসন ও পুলিশকে সতর্ক থাকতে বলেছে।
শিলং টাইমস জানিয়েছে, গ্রেপ্তার হওয়া বাংলাদেশির বালালি মিয়া (২৬), তাঁর বাড়ি কুমিল্লার কান্দিরপাড় এলাকায়। গত বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সাতদিনের পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মেঘালয়ভিত্তিক শিলং টাইমস আরো জানায়, গত মঙ্গলবার ত্রিপুরার আগরতলা বিমানবন্দর থেকে বালালি মিয়াকে গ্রেপ্তার করা হয়। কলকাতাগামী একটি ফ্লাইটে ওঠার জন্য তিনি সেখানে অপেক্ষা করছিলেন।
ত্রিপুরা পুলিশ জানিয়েছে, দক্ষিণ ত্রিপুরার কাকরাবান থানার আমতলি এলাকার বাসিন্দা রামকৃষ্ণ দেবনাথের সহায়তায় ভুয়া কাগজপত্র ব্যবহার করে বালালি মিয়া ভারতীয় পাসপোর্ট তৈরি করেছেন।
জিজ্ঞাসাবাদে বালালি মিয়া স্বীকার করেছেন তিনি বাংলাদেশি নাগরিক। তিনি আরো জানান, ভুয়া কাগজপত্র ব্যবহার করে তিনি পাসপোর্ট, আইডিবিআই ব্যাংকের এটিএম কার্ড, প্যান কার্ড ও রিলায়েন্সের সিম কার্ড নিয়েছেন। তিনি এসডিএম (সাব ডিভিশনার ম্যাজিস্ট্রেট) সদর থেকে পাওয়া স্থায়ী বাসিন্দার কাগজপত্র সংগ্রহ করেছেন।
তদন্তকারী কর্মকর্তা প্রবীর দেব বর্মা বলেন, বালামি মিয়ার কাছে থাকা একটি মেমোরি কার্ডে আইএস জঙ্গিদের সঙ্গে তাঁর একটি ছবি পাওয়া গেছে।
ত্রিপুরার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট ও জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ের একদল কর্মকর্তা কয়েক বছর ধরেই ভুয়া পাসপোর্ট তৈরিতে জড়িত বলে অভিযোগ আছে। বালালি মিয়ার নাগরিকত্বের সব প্রমাণ একদল পুলিশের সহায়তায় এসব কার্যালয় থেকে নেওয়া হয়েছে।
চলতি বছর মার্চে কাসেম মিয়া (২৫) ও সৌরভ মিয়া (২৪) বলে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার দুই ব্যক্তিকে আগরতলা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছে ভারতীয় নাগরিকত্ব, ভোটার আইডি ও রেশন কার্ড ছিল। ওই সময় তাঁদের সহায়তার অভিযোগে শুভঙ্কর দাশ (২১) নামে এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়।