বিদ্যুতের তার ছিঁড়ে বরযাত্রীর বাসে, নিহত ২৫
ভারতের রাজস্থানে বরযাত্রীবাহী বাসে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় ২৫ জনের মৃত্যু হয়েছে। এতে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে রাজস্থানের টনক জেলায় এ ঘটনা ঘটে।
এনডিটিভি জানিয়েছে, বিকেলে বরযাত্রী নিয়ে বাসটি যাওয়ার সময় এর ওপর বিদ্যুতের খোলা তার ছিঁড়ে পড়ে। এ সময় বাসটি একটি তিনরাস্তার মোড়ে দাঁড়িয়ে ছিল। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয় বাসযাত্রীরা। বিদ্যুতের তার ছিঁড়ে পড়ার কারণ জানা যায়নি।
এনডিটিভি আরো জানায়, ঘটনার পরপরই পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এ ঘটনায় টুইটারে দুঃখ প্রকাশ করেছেন। হতাহতদের রাজ্যের পক্ষ থেকে দ্রুত সহযোগিতার কথাও বলেছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী।