বাংলাদেশ, পাকিস্তানও হিন্দু রাষ্ট্র
ভারতের কট্টরপন্থী হিন্দু সংগঠনগুলোর মোর্চা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগত বলেছেন, পুরো ভারত উপমহাদেশই হিন্দু রাষ্ট্রের অংশ। সে হিসেবে বাংলাদেশ, পাকিস্তানও হিন্দু রাষ্ট্র।
স্থানীয় সময় শুক্রবার উত্তর প্রদেশের মথুরায় শ্রীজী বাবা স্বরস্বতী শিশু মন্দিরে সংঘের একটি প্রশিক্ষণ ক্যাম্পে ভগত এ কথা বলেন।
ইন্ডিয়া টুডে ডটইনের খবরে বলা হয়, মোহন ভগত তাঁর বক্তব্যে গোটা উপমহাদেশকে হিন্দু রাষ্ট্র প্রমাণে বিভিন্ন তথ্য-উপাত্ত হাজির করেন। তিনি বলেন, ‘ভারত একটি হিন্দু রাষ্ট্র। এ ব্যাপারে আমাদের সংশয় থাকা উচিত নয়। একই সঙ্গে এ বিশ্বাসের ওপর স্থির থাকা উচিত। অন্য অনেক ক্ষেত্রে আমরা নিজেদের পরিবর্তন করতে পারি। তবে ভারত একটি হিন্দুরাষ্ট্র- এ বিষয়টি থেকে সরে আসা যাবে না।’
আরএসএস প্রধান বলেন, একজন লোককে বিভিন্ন ভাবে চিহ্নিত করা যায়। তিনি বলেন, ‘কিছু লোক নিজেদের হিন্দু বলে দাবি করে। কেউ কেউ বলে ভারতীয়। অন্য অনেক লোক আছে যারা নিজেদের আর্য বলে এবং কেউ কেউ বলে তারা মূর্তিপূজায় বিশ্বাস করে না। কিন্তু ভারত হিন্দুরাষ্ট্র এটা মেনে নিতে এসব বিষয় কোনো সমস্যা তৈরি করে না।’
মহন ভগত বলেন, ‘ভারত উপমহাদেশে যারা বাস করছে তারা হিন্দু রাষ্ট্রের অংশ। তাদের বিভিন্ন নাগরিকত্ব থাকতে পারে। তবে তাদের জাতীয়তা হিন্দু।’