কেরালায় হাতির জন্য হাসপাতাল, বৃদ্ধাশ্রম
ভারতের কেরালা রাজ্যে এই প্রথম স্থাপিত হতে যাচ্ছে হাতিদের জন্য হাসপাতাল ও বৃদ্ধাশ্রম। সে সঙ্গে হাতিদের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানোর জন্য একটি স্টেট অব দ্য আর্ট ল্যাবরেটরিও খোলা হবে। হাসপাতালে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে একেবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে রোগ নির্ণয়ের মাধ্যমে সুস্থ করে তোলা হবে হাতিদের। সে সঙ্গে এদের ওপর নানা গবেষণাও চালানো হবে।
হাসপাতালটির দায়িত্বে রয়েছেন বিশিষ্ট পশুচিকিৎসক ডা. জ্যাকব চিরন। হাসপাতাল সম্পর্কে তিনি জানান, কেরালায় বন্দী হাতির সংখ্যা পাঁচ শতাধিক। এসব বন্দী হাতির বয়স আর কয়েক বছরের মধ্যে ৫০ বছর অতিক্রম করবে। সে সময় তাদের সবচেয়ে বেশি প্রয়োজন সুচিকিৎসার। কেননা, তখন তাদের আর জঙ্গলে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। কারণ, জংলি হাতিরা আর এসব হাতিকে সমাজে গ্রহণ করবে না। তাই কেরালার মান্নাথু অঞ্চলে এই পশুবিজ্ঞান কেন্দ্র নির্মাণ করা হবে।
ড. জ্যাকব জানান, এই উদ্যোগের জন্য এরই মধ্যে মান্নাথু অঞ্চলে পাঁচ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। খরচ ধরা হয়েছে আনুমানিক ১০ কোটি টাকা। বিভিন্ন বেসরকারি পশুপ্রেমী সংস্থা এবং স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে টাকা সংগ্রহের কাজ চলছে। হাতিদের জন্য নির্মাণ হতে যাওয়া এই হাসপাতাল ও বৃদ্ধাশ্রমে একদিকে যেমন হাতিদের চিকিৎসা করা হবে, তেমনি এখানকার বৃদ্ধাবাসে বয়োবৃদ্ধ হাতিদের রাখার ব্যবস্থাও করা হবে।