ভারতে পাকিস্তানের পতাকা তুললে গুলিতে মারার দাবি
মাটিতে দাঁড়িয়ে যারা পাকিস্তানের পতাকা তুলছে, পাকিস্তানের নামে স্লোগান দিচ্ছে, তাদের গুলি করে মারা উচিত। এ দাবি তুলেছেন ভারতের বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়া।
গতকাল রোববার রাজকোটে ভারতের কাশ্মীরে বিচ্ছিন্নতবাদীদের উদ্দেশে তোগাড়িয়া এ কথা বলেন।
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় সরকারেরও তীব্র সমালোচনা করেন তোগাড়িয়া। তিনি বলেন, ‘কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কেন্দ্র যথেষ্ঠ কড়া ব্যবস্থা নিচ্ছে না। কেন্দ্রের উচিত অবিলম্বে এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণ করা।’
যেভাবে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরা পাকিস্তানের পতাকা তুলছে তা যথেষ্ঠ উদ্বেগজনক বলেও উল্লেখ করেন তোগাড়িয়া।
এর আগে ২০১৪ সালে বাংলাদেশ সম্পর্কে এক মন্তব্য করে বিতর্কের সৃষ্টি করেছিলেন এই নেতা। সে সময় তিনি বলেন, ১৯৫১ সালের পরে বাংলাদেশ থেকে ভারতে আসা সংখ্যালঘুদের ফিরে যেতে হবে। বাংলাদেশ তাদের না ফেরালে সামরিক অভিযানেরও হুমকি দেন তিনি।