২৪০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় যাচ্ছে অস্ট্রেলিয়ার দিকে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/03/28/photo-1490674051.jpg)
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডেবি। আবহাওয়াবিদদের বরাত দিয়ে নাইন নিউজ এ তথ্য জানিয়েছে।
নাইন নিউজের খবরে জানানো হয়, স্থানীয় সময় আজ মঙ্গলবার ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে এই ঘূর্ণিঝড় উত্তর-পূর্ব উপকূলে আছড়ে পড়তে পারে। ঝড়ের প্রভাবে গত দুদিন থেকেই কুইন্সল্যান্ড ও আশপাশের এলাকায় তুমুল বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপকূলে ঝড় এসে আঘাত হানেনি। এরই মধ্যে উপড়ে পড়েছে অনেক গাছ। গত কয়েক দিনের বৃষ্টিতে উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ার জনজীবনও বিঘ্নিত। ঘূর্ণিঝড়ে কুইন্সল্যান্ড, টাউন্সভিল ও ম্যাকেই বিমানবন্দরের সব বিমানের উড্ডয়ন বাতিল করা হয়েছে।
কুইন্সল্যান্ড প্রদেশের মুখ্যমন্ত্রী আন্নাস্তাকিয়া পালাসজেজুক নাইন নিউজকে বলেন, ‘পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা করছি।’
মুখ্যমন্ত্রী জানান, ক্ষয়ক্ষতির আশঙ্কায় উপকূলের অন্তত এক হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরো অনেক পরিবারকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়ে পড়েছে।
ঝড়ের প্রভাবে প্রতি ঘণ্টায় ২১১ মিলিমিটার (৮ ইঞ্চি) বৃষ্টি হচ্ছে, যা স্মরণকালের মধ্যে সর্বোচ্চ।
এদিকে ঘূর্ণিঝড় ও অব্যাহত বৃষ্টিপাতে উত্তর-পূর্ব অস্ট্রেলিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩১ বছর বয়সী এক নারী পাহাড়ি এলাকা প্রসেরপাইনে তুমুল বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে মারা যান। এ ছাড়া বৃষ্টিপাতের কারণে সড়ক দুর্ঘটনায় নিহত হন আরেকজন।