ধোনি গুঁতোটা কি টাকার গরমে দিচ্ছিল : তসলিমা
টাইগারদের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে মেজাজ হারিয়ে কড়া সমালোচনার মুখে পড়েছেন ভারতের ‘ক্যাপ্টেন কুল’ বলে পরিচিত মহেন্দ্র সিং ধোনি। বাংলাদেশি তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে ধাক্কা দিয়ে এরই মধ্যে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা গুনতে হয়েছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে।
এর জেরে বাংলাদেশ-ভারত দুই দেশেই ধোনির বিরুদ্ধে সমালোচনার ঝড় বয়ে যায়। তবে এ ঘটনায় ধোনির দোষটাই যে বেশি তা জানিয়ে দিলেন লেখিকা তসলিমা নাসরিন। ওই ঘটনার পর গতকাল শুক্রবার নিজের ফেসবুকের ওয়ালে এক স্ট্যাটাসে তসলিমা লেখেন, ‘ধোনি এখন পৃ্থিবীর ২৫ জন ধনী খেলোয়াড়ের মধ্যে একজন। তার সারা বছরের মোট রোজগার তিন কোটি ১০ লাখ মার্কিন ডলার! ধোনি যখন মুস্তাফিজুরকে কনুইয়ের গুঁতো দিচ্ছিল, গুঁতোটা কি তার টাকার গরমে দিচ্ছিল?’
গত বৃহস্পতিবার বাংলাদেশ-ভারতের একদিনের ম্যাচের ৩০৮ রানের টার্গেটে খেলতে নেমে ১১৫ রানে চার উইকেট হারানোর পর ব্যাটিংয়ে নেমে ভারতীয় অধিনায়ক অদ্ভুত আচরণ করতে থাকেন। এরই ধারাবাহিকতায় দুরন্ত বোলিং করতে থাকা অভিষিক্ত মুস্তাফিজুর রহমান ২৫তম ওভার করতে এলে দ্বিতীয় বলে সিঙ্গেল রান নিতে দৌড়ানোর সময় মুস্তাফিজকে সজোরে ধাক্কা দেন ধোনি। এতে ক্রিজের বাইরে ছিটকে পড়েন মুস্তাফিজ। খানিক সময়ের জন্য ছিটকে পড়েন মাঠ থেকেও। তার পরিবর্তে ২৫তম ওভার শেষ করতে বল হাতে নিতে হয় নাসির হোসেনকে।
নাসিরের বোলিংয়ের সময় এবং ওভার শেষে বারবার মুস্তাফিজকে ধোনির ধাক্কা দেওয়ার দৃশ্যটি দেখানো হয়। এতে স্পষ্ট বোঝা যায়, কথিত ক্যাপ্টেন কুল মেজাজ হারিয়ে আন্তর্জাতিক মাঠের একেবারে নবীন মুস্তাফিজকে সজোরে ইচ্ছাকৃতভাবেই ধাক্কা দেন। উল্টো আবার মুস্তাফিজের বিরুদ্ধে ক্রিজে হাঁটার অভিযোগ তোলেন আম্পায়ারের কাছে।
ধোনির এই অক্রিকেটারসুলভ আচরণ মানার মতো না হলেও ভদ্রলোকের খেলা ক্রিকেট চলতে থাকে। পরের ওভারে বল করতে আসেন সাকিব আল হাসান। ২৬তম ওভারের তৃতীয় বলে ধোনিকে মাত্র পাঁচ রানে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।