যোগে মাতল ভারতবাসী
বিশ্ব যোগ দিবসে মেতে উঠেছে ভারতবাসী। দিবসটি উপলক্ষে আজ রোববার সকাল থেকেই রাজধানী নয়াদিল্লি ও বিভিন্ন রাজ্যের রাজপথসহ অনেক স্থানে যোগব্যায়ামের আসর বসে। রাজনীতিবিদ, বিনোদনজগতের সেলিবিটিসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এসব আসরে যোগ দেন।
আজ রোববার সকালে ভারতের রাজধানী দিল্লির রাজপথে সাধারণ জনগণের সঙ্গে যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ৩৫ হাজারের বেশি মানুষ দিল্লির রাজপথের যোগ আসরে অংশ নেন। এদের মধ্যে অনেক বিদেশিকেও দেখা যায়। পদ্মাসন, শীর্ষাসন, ভুজঙ্গাসনসহ যোগের বিভিন্ন আসন দর্শকদের দেখানোর উদ্দেশ্যে রাজপথজুড়ে প্রায় দুই হাজার টিভি স্ক্রিন লাগানো হয়। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এই অনুষ্ঠানে অংশ নেন।
দিল্লির রাজপথে যোগাসনে অংশ নেওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আজ থেকে এক নতুন যুগের সূচনা হলো। মন, বুদ্ধি, শরীর এবং আত্মার যোগফলই হলো আসল যোগ। তিনি বলেন, দেহের অনুশীলনই যোগ নয়। যাঁরা নিজের জীবনের প্রতি কৌতূহলী, তাঁরাই প্রকৃত যোগী।
যোগ দিবসে অংশ নিয়ে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন, ‘যোগের মাধ্যমে মানুষ তাঁদের জীবনের আনন্দ খুঁজে পাক সেটাই কামনা করি।’
রাজপথে দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, যোগ রাজনীতির অংশ নয়, যোগ হলো একটি মানুষের জীবনের অংশ।
রাজধানী দিল্লির পাশাপাশি ভারতের বিভিন্ন রাজ্যেও পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। রাজস্থানে যোগাসনে যোগ দেন রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। হরিয়ানায় যোগের অনুষ্ঠানে অংশ নেন সেখানকার মুখ্যমন্ত্রী মনোহার লাল খাট্টার। এ ছাড়া লক্ষ্ণৌতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, মহারাষ্ট্রে সেখানকার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ, বিহারে সেখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি অংশ নেন।
বিশ্ব যোগ দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতেও যোগ আসর অনুষ্ঠিত হয়েছে। সল্ট লেকের সাই কমপ্লেক্সে সকাল সাড়ে ৬টা থেকে শুরু হওয়া যোগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় টেলিযোগাযোগমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। পশ্চিমবঙ্গের আসানসোলে যোগাসনে অংশ নেন কেন্দ্রীয় নগর উন্নয়ন প্রতিমন্ত্রী তথা গায়ক বাবুল সুপ্রিয়।
রাজধানী দিল্লির রাজপথে জনতার ঢল নামলেও এদিন ভারতে ছিলেন না কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। গত সপ্তাহেই মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে বিদেশ গিয়েছেন সোনিয়া। আর শনিবার রাতেই দেশ ছেড়েছেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী।
যোগ দিবসে অংশ নিয়েছেন বলিউড তারকারাও। অভিনেতা অমিতাভ বচ্চন, হেমা মালিনী, শিল্পা শেঠিসহ বলিউডের অনেক তারকা যোগ অনুষ্ঠানে অংশ নেন। অভিনেত্রী শিল্পা শেঠি টুইটার বার্তায় লিখেছেন, শুভ যোগ দিবস। এটি একটি ঐতিহাসিক দিন। অভিনেত্রী জুহি চাওলা টুইটার বার্তায় লিখেছেন, ‘চলুন সবাই যোগ দিবস পালন করি। এটি একটি সহজ ব্যায়াম।’
রোববার সকালে দিল্লির রাজপথে যোগাসন শুরু হতেই শুরু হয়ে যায় বৃষ্টি। আর এই বৃষ্টি নাকি যোগের কারণেই এসেছে বলে দাবি করেন বিজেপি নেত্রী কিরণ বেদি। তিনি টুইটার বার্তায় লেখেন, লাখো মানুষের শান্তি-শান্তি-শান্তি উচ্চারণেই প্রাক বর্ষা নেমেছে। তবে দিল্লির আবহাওয়া অধিদপ্তর আগেই বৃষ্টির কথা জানিয়েছিল। তাই কিরণ বেদির বার্তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিতর্ক হয়েছে।