আফগানিস্তানে ‘মা বোমা’য় এখন পর্যন্ত নিহত ৯৪
আফগানিস্তানে মার্কিন ‘মা বোমা’ বিস্ফোরণে এখন পর্যন্ত ৯৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আফগান সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহতরা সবাই জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য।
ব্রিটিশ সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, নানগড়হার প্রদেশের প্রাদেশিক গভর্নর আতাউল্লাহ খোগিয়ানি দাবি করেছেন, গতকাল শুক্রবার ৩৬ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়। আজ শনিবার মোট ৯৪ জন নিহত হয়েছে বলে জানা যায়। এদের সবাই আইএসের সদস্য।
আতাউল্লাহ বলেন, ‘সৌভাগ্যক্রমে এখনো কোনো বেসামরিক মানুষের মারা যাওয়ার খবর আসেনি।’
গত বৃহস্পতিবার নিজেদের সবচেয়ে বড় অপারমাণবিক বোমাটি আফগানিস্তানে নিক্ষেপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বোমাটির ওজন নয় হাজার ৮০০ কেজি। পরমাণু বোমার বাইরে এটিই যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোমা। বোমাটির নাম ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্ল্যাস্ট বোম্ব, যা এমওএবি নামে পরিচিত। ওই বোমাকে বলা হয় ‘সব ধরনের বোমার মা’।
মার্কিন সেনাসূত্রে জানা যায়, এমসি-১৩০ বিমান থেকে বোমাটি নিক্ষেপ করা হয়। আফগানিস্তানের নানগড়হার প্রদেশের আচিন জেলায় ওই হামলা করা হয়।