সীমান্তে নতুন ৪০টি চৌকি বসাবে বিজিবি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/23/photo-1435076953.jpg)
ত্রিপুরা এবং মিজোরাম সীমান্ত লাগোয়া অঞ্চলে ভারত এবং বাংলাদেশের সীমান্তে ৪০ টি নতুন চৌকি তৈরি করবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সন্ত্রাসি কার্যকলাপ, চোরাচালান এবং মানবপাচার রুখতে নতুন এই চৌকিগুলো বসানো হবে। আজ সোমবার এনটিভি অনলঅইনকে এই তথ্য জানান বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ত্রিপুরা ফ্রন্টিয়ার পরিদর্শক ভোলানাথ শর্মা।
ভোলানাথ শর্মা জানান, বাংলাদেশের পক্ষ থেকে সীমান্ত এলাকায় এই চৌকি গড়ে তোলা হবে বলে বিজিবি কর্মকর্তারা আমাদের জানিয়েছেন। অতন্দ্র প্রহরার মাধ্যমে এসব চৌকি থেকে নজরদারি চালানো হবে।
ত্রিপুরা ফ্রন্টিয়ার পরিদর্শক ভোলানাথ আরো জানান, ভারতের ত্রিপুরা এবং মিজোরাম সীমান্ত লাগোয়া এলাকায় সীমান্ত সংলগ্ন বাংলাদেশের পাহাড়ি রাস্তা খারাপ থাকার কারণে সীমান্ত চৌকি গড়ার জন্য ভারতের রাস্তা সাময়িকভাবে ব্যবহারের জন্য অনুমতি চেয়েছেন বিজিবি। তবে সীমান্ত চৌকি গড়ার বিষয়ে তাঁদের পুর্ন সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ভোলানাথ শর্মা আরো বলেন, ‘এই চৌকিগুলো গড়ে তোলা হলে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে নিরাপত্তা ব্যবস্থা এবং জঙ্গি মোকাবিলা আরো জোরদার হবে।’
এর আগে গত ৮ থেকে ১১ জুন পর্যন্ত মিজোরামের রাজধানী শিলংয়ে ভারত-বাংলাদেশ বিজিবি এবং বিএসএফের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে দুই দেশের সীমান্ত সমস্যা বিশেষ করে চোরাচালান, সন্ত্রাসী কার্যকলাপ এবং মানব পাচার বন্ধের ব্যাপারে যৌথভাবে পরিকল্পনা নেওয়া হয়।