অযোধ্যার ওপর মুসলিমদের দাবি করা উচিত নয় : অশোক সিংঘল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/25/photo-1435233950.jpg)
ভারতের অযোধ্যা, মথুরা ও কাশীর ওপর মুসলিম সম্প্রদায়ের কোনো দাবি করা উচিত নয়। গতকাল বুধবার ভারতের বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিংঘল এ মন্তব্য করেছেন। এর পাশাপাশি তিনি দাবি তুলে নেওয়ার জন্য ভারতের সুন্নি সেন্ট্রাল বোর্ড এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কাছে আহ্বানও জানিয়েছেন।
অযোধ্যায় সাংবাদিকদের অশোক বলেন, ‘ভারতের মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হলে মুসলিমদের অযোধ্যার ওপর থেকে তাদের দাবি তুলে নিতে হবে। তা না হলে অযোধ্যার মাটিতে শান্তি আসবে না। মুসলিমরা ভারতের অযোধ্যা, মথুরা ও কাশীর ওপর থেকে নিজেদের দাবি তুলে না নিলে অশান্তি বাড়তেই থাকবে।’
বিশ্ব হিন্দু পরিষদের প্রবীণ এই নেতা আরো বলেন, ‘ভারতের মুসলিম সম্প্রদায়কে মনে রাখতে হবে, তাঁরা এই বিষয়কে আঁকড়ে ধরে কতদূর অবধি যেতে পারবেন? কারণ, এই তিনটি স্থান নিয়ে তাঁরা আদালতে গেলে তাঁদের বিরুদ্ধে ১০ হাজার মামলা হবে।’
অশোক সিংঘল আরো বলেন, ‘মুসলিমদের কারণেই ১৯৯২ সাল থেকে অযোধ্যায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিতে হয়েছে। আর সেই নিরাপত্তার কারণে কেন্দ্রীয় সরকারের ১০ হাজার কোটি টাকা খরচ হয়েছে।’