আল-আকসাকেন্দ্রিক সংঘর্ষে আহত ফিলিস্তিনির মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/07/28/photo-1501226794.jpg)
ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপকে কেন্দ্র করে সংঘর্ষে আহত এক ফিলিস্তিনি যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে দখলকৃত পশ্চিমতীরের রামাল্লা শহরে একটি হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় মৃত্যুর বিষয়টি জানিয়ে বলেছে, ২৫ বছর বয়সী যুবকের নাম মুহাম্মদ কানন। তিন দিন আগে জেরুজালেমের কাছে হিজমা এলাকায় হাজার হাজার ফিলিস্তিনির সঙ্গে বিক্ষোভের সময় মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি।
গত ১৪ জুলাই জেরুজালেমের প্রাচীন শহরে ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে ইসরায়েলের দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। এর পর ইসরায়েলি বাহিনীর গুলিতে সন্দেহভাজন তিন ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হন।
সেই হামলার পর প্রাচীন শহরে মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদের প্রবেশদ্বারে কড়া নিরাপত্তা বসায় ইসরায়েল। সেখানে মেটাল ডিটেকটরসহ বেশ কিছু নিরাপত্তাসামগ্রী স্থাপন করা হয়। এর প্রতিবাদে টানা বিক্ষোভ করে আসছিল ফিলিস্তিনিরা। সেই বিক্ষোভের সময়কার সংঘর্ষে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।
আল-আকসার ফটকে ইসরায়েলের কড়া নিরাপত্তাকে দখলের চেষ্টা হিসেবে দেখেছে ফিলিস্তিনিরা। তাঁদের প্রতিবাদের মুখে বৃহস্পতিবার সেখান থেকে বাড়তি নিরাপত্তা সরঞ্জাম সরিয়ে ফেলে ইসরায়েল।