সৌদি জোটের হামলায় ইয়েমেনে এক পরিবারে নিহত ৯
ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় একটি পরিবারের কমপক্ষে তিন নারী ও ছয় শিশু নিহত হয়েছে।
শুক্রবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় এক স্বাস্থ্য কর্মকর্তা।
স্থানীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান ডা. আবদেল-ইলাহ আল-আজ্জি জানান, দেশটির সাদা শহরের উপকণ্ঠে অবস্থিত মাহদা জেলার তাহা আল-দারাফি এলাকায় ওই পরিবারের ওপর হামলা চালানো হয়। ওই হামলায় তিনজন আহত হয়েছে।
‘আমরা শত্রুদের সব অপরাধ রেকর্ড করছি, এগুলো ভুলব না’, বলেন আবদেল-ইলাহ।
‘আল্লাহর ইচ্ছায়, শিগগিরই সব অপরাধীকে বিচারের আওতায় আনা হবে’, যোগ করেন এই স্বাস্থ্য কর্মকর্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী পরিবারটির এক স্বজন জানান, ঘুমন্ত অবস্থায় বিমান হামলাটি চালানো হয়।
ঘটনার পর বাড়িটির ধ্বংসস্তূপে নিখোঁজ হওয়া এক নারীর সন্ধানে তল্লাশি চালায় উদ্ধারকর্মীরা। আর নিহত নয়জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়।
ঘটনাস্থলের কিছু ছবিতে দেখা যায়, হামলায় বাড়িটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। হামলার পর স্থানীয় বাসিন্দাদের অনেকে ঘটনাস্থলে ছুটে গেলেও উদ্ধার তৎপরতা চালাতে ভয় পাচ্ছিলেন। কারণ তখনো তাদের মাথার ওপর উড়ছিল বিমান।
এ বিষয়ে চেষ্টা করেও সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্রের বক্তব্য নিতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।