ইয়েমেন সাগরে অভিবাসী নিক্ষেপ, নিহত ৩৪
একদিনের ব্যবধানে ইয়েমেনের সাগরে অভিবাসীদের পানিতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, মানবপাচারকারীরা বৃহস্পতিবার ইয়েমেনগামী একটি নৌকা থেকে ১৮০ জন অভিবাসীকে সাগরে ফেলে দেন। এতে পাঁচজন নিহত ও ৫০ জন নিখোঁজ হয়।
এর আগে গতকাল বুধবার একই সাগরে অভিবাসীদের ছুড়ে ফেলার ঘটনায় ২৯ জন অভিবাসী নিহত হন। ওই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরো ১৬ জন।
নিহত ও নিখোঁজ অভিবাসীদের সবাই আফ্রিকান বংশোদ্ভূত বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
আইওএমের বরাত দিয়ে এএফপি আরো জানায়, ইয়েমেন সৈকতে আহত ২৫ জন চিকিৎসাধীন রয়েছে। সংস্থাটি তাৎক্ষণিকভাবে হতাহতদের জাতীয়তা শনাক্ত করেনি।
এএফপি জানায়, গত বুধবার মানবপাচারকারীরা স্থানীয় পুলিশের ধাওয়া থেকে বাঁচতে ইয়েমেনের অদূরে উত্তাল সাগরে ১২০ জন সোমালিয়ান ও ইথিওপিয়ান অভিবাসীকে জোরপূর্বক ফেলে দেয়। এতে ২৯ জন নিহত ও ২২ জন নিখোঁজ হয়। আজ সকালে নিখোঁজদের মধ্য থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। একটি উল্টে যাওয়া নৌকায় উত্তাল সমুদ্রে ভেসে ছিল তাঁরা।
চলতি বছরের শুরু থেকে প্রায় ৫৫ হাজার অভিবাসী আফ্রিকা থেকে কেবল মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে ইয়েমেন সাগর পার হয়েছেন। এদের মধ্যে পাঁচ শতাধিক অভিবাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে আইওএম।