খেলনা রাইফেল নিষিদ্ধ করল আফগানিস্তান

খেলনা কালাশনিকভ রাইফেল নিষিদ্ধ করেছে আফগানিস্তান। ঈদুল ফিতর উদযাপনের সময় শতাধিক শিশু-কিশোর এ ধরনের রাইফেলে আহত হওয়ার পর এ সিদ্ধান্ত নিল দেশটি। দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সহিংসতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঈদুল ফিতরে শিশুদের খেলনা রাইফেল থেকে রাবার বা প্লাস্টিকের বড়ি ছুড়ে মারা সাধারণ দৃশ্য। প্রতিবছরই এ ধরনের খেলনা রাইফেলের বিক্রি বাড়ছে।
স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ঈদের তিন দিনে শতাধিক শিশু-কিশোর চোখে আঘাত পায়। সরকারি একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বরাষ্ট্রমন্ত্রী নুর-উল হক উলুমি সব খেলনা রাইফেল জব্দ করতে বলেছেন। এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে।’
শিশুদের মনে এ ধরনের খেলনার প্রভাব কমাতে চায় আফগান সরকার। অনেকেই কিশোরদের যুদ্ধ খেলা ও বড়দের সহিংসতার মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছেন।
এই নিষেধাজ্ঞা কার্যকর হলে খেলনা ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সবাই।
আবদুল শহীদ নামের একজন তাঁর ফেসবুকে লিখেছেন, ‘এটা ভালো উদ্যোগ, এর মধ্য দিয়ে শিশুরা রাইফেল হাতে নেওয়া বন্ধ করবে, যখন তারা বড় হবে। জঙ্গিবাদ ও যুদ্ধ আমাদের সমাজে নির্মম সহিংসতার সংস্কৃতি চালু করেছে, যা শিশুদের ওপর প্রভাব ফেলছে।’