দুর্ঘটনাবশত মাকে গুলি করে হত্যা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/09/19/photo-1505824281.jpg)
ছবি : প্রতীকী ছবি
মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে দুর্ঘটনাবশত গুলি করে মাকে হত্যা করেছে ছেলে। সোমবার দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এই খবর জানানো হয়।
দেশটির রাষ্ট্র-পরিচালিত সংবাদমাধ্যম এনএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননের একটি শহরে শিকার করার রাইফেল দিয়ে মাকে গুলি করে চার বছর বয়সী ছেলে।
গত সপ্তাহে এ রকম আরো একটি গুলির ঘটনা ঘটে। দক্ষিণ লেবাননেরই আরেকটি শহরে ১১ বছরের শিশু তার প্রতিবেশী আট বছর বয়সী শিশুকে গুলি করে হত্যা করে।
লেবাননে বন্দুক ব্যবহার তেমন কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয় না। প্রায়ই এ রকম হত্যার ঘটনা শোনা যায়। রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানেও গুলির ঘটনা হয়ে থাকে। যদিও দেশটির সরকার বন্দুক ব্যবহারে যথেষ্ট সতর্ক থাকার কথা বরাবরই বলে আসছে।