উত্তর কোরিয়া নিয়ে সবাইকে সংযত হতে বলল চীন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/09/25/photo-1506337093.jpg)
উত্তর কোরিয়ার বিষয়ে সব দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে চীন। আজ সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং বেইজিংয়ে সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান। রয়টার্স এ খবর দিয়েছে।
সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে হুমকি দিয়ে বলেন, তাঁর এবং তাঁর দেশের নেতা কিম জং উনের ‘সময় খুব বেশি নেই’।
এর পরই চীন উত্তর কোরিয়ার বিষয়ে সংযত থাকার আহ্বান জানাল সবাইকে।
সম্প্রতি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য নতুন করে একটি আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন এ নিষেধাজ্ঞা আসে।