বাড়িতে টিভি ছিল না ড. আবদুল কালামের

হ্যারি শেরিডন (৫৩) প্রয়াত ড. এ পি জে আবদুল কালামের একান্ত সচিবের (পিএস) দায়িত্ব পালন করেছেন ২৪ বছর। বিশ্বাসই করতে পারছেন না, তাঁর বস আর নেই।
urgentPhoto
দিল্লিতে এনডিটিভিকে শেরিডন বলেন, ‘সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে স্যার রওনা হন এবং মঙ্গলবার সন্ধ্যায় তাঁর ফেরার কথা ছিল। দিল্লি ছাড়ার সময় তাঁর স্বাস্থ্যের অবস্থা বেশ ভালো ছিল। সন্ধ্যা ৭টার দিকে আমাদের একজন স্টাফের ফোন পাই। তিনি জানান, শিলংয়ে আইআইএমে বক্তৃতা দেওয়ার সময় স্যার অজ্ঞান হয়ে যান এবং তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। কয়েক মিনিট পর আরেকটি ফোন পাই, সামরিক বাহিনীর চিকিৎসকরা ড. কালামকে মৃত ঘোষণা করেছেন।’ তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির জানাজা তামিলনাড়ুর রাজ্যের মসজিদ সড়কে হবে। ড. কালামের বড় ভাই মুস্তাফা মারাকায়ার (৯৯) জানাজায় থাকবেন।
ড. আবদুল যখন ভারতের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা হিসেবে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনে কাজ শুরু করেন, সে সময় থেকে তাঁর সঙ্গে যোগ দেন শেরিডন।
স্মৃতিচারণ করে পিএস বলেন, ড. আবদুল কালামের বাড়িতে কখনোই টেলিভিশন ছিল না। সকাল সাড়ে ৬টা থেকে ৭টার মধ্যে দিনের কাজ শুরু করতেন; রাত ২টা পর্যন্ত জেগে থাকতেন। তিনি রেডিও শুনতেন, বেশির ভাগ সময়ে অল ইন্ডিয়া রেডিও শুনতেন। নিজের ই-মেইলগুলো দৈনিক নিজেই দেখতেন। তাঁকে প্রতি সপ্তাহে সেমিনার বা অন্য কোথাও আমন্ত্রণ জানানো হতো। ড. কালামের ব্যক্তিগত চিকিৎসক নিয়মিত তাঁকে দেখে যেতেন; কিন্তু তিনি কোনো অসুস্থতার কথা বলেননি। তাঁর সর্বশেষ লেখা বই ‘টার্গেট ৩ বিলিয়ন’। সৃজন পাল সিংহের সঙ্গে যৌথভাবে তিনি এটি লিখেছেন। ২০১১-এর ডিসেম্বরে বইটি প্রকাশিত হয়েছে।
উপসংহারে হ্যারি শেরিডন বলেন, ‘সব দিক থেকেই এ পি জে আবদুল কালাম স্যার খুব, খুব ভালো মানুষ ছিলেন। দেশে তাঁর মতো নেতার আরো প্রয়োজন।’