ড. কালামের স্মৃতিচারণায় সৌরভ
‘যাদের জন্য জীবন উৎসর্গ, তাদের সামনেই মৃত্যু’
ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশটির ক্রীড়াঙ্গনেও। সদ্যপ্রয়াত কালামের মৃত্যুতে গভীর শোকে স্তব্ধ ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ২০০৪ সালে দেশটির তৎকালীন রাষ্ট্রপতি আবদুল কালামের হাত থেকেই পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন সৌরভ। ২০০২ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন কালাম।
কালামের স্মৃতিচারণায় সৌরভ বলেছেন,‘ আমি ওনাকে ব্যক্তিগত ভাবে চিনতাম। বেশ কয়েকবার দেখাও করেছি কালামের সঙ্গে। শুধু আমি নই এটা সবাই মানবেন যে বিখ্যাত এই মানুষটার সরলতা ছিল মুগ্ধ করার মতো। একাধারে দেশের রাষ্ট্রপতি হওয়ার পাশাপাশি একজন অসাধারণ বিজ্ঞানীও ছিলেন তিনি। আরো কত গুনই না ছিল ওনার। প্রকৃতির নিয়মে সবাকেই একদিন চলে যেতে হয়। থেকে যায় তাঁর কীর্তি আর আবদান। আবদুল কালামও তাঁর ব্যতিক্রম নন। সৃষ্টিকর্তার ইচ্ছায় কালামের মৃত্যু হলো ছাত্রদেরই সামনে। এর থেকে ভালো আর কী হতে পারে ! যে মানুষটি সারাটা জীবন ছাত্রদেরকেই উৎসর্গ করে এসেছেন সেই প্রিয় ছাত্রদের সামনে বক্তৃতা দিতে দিতেই পৃথিবী থেকে চলে গেলেন মহান এই কর্মবীর।’
গতকাল সোমবার সন্ধ্যায় শিলংয়ের আইআইএমে ছাত্রদের সামনে বক্তব্য দেওয়ার সময়ই হৃদরোগে আক্রন্ত হয়ে মারা যান ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী এ পি জে আবদুল কালাম। ‘মিসাইলম্যান’ খ্যাত এই বিজ্ঞানীর মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর।