নতুন রূপে ড. কালামের টুইটার অ্যাকাউন্ট

ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের মৃত্যুর পরও বন্ধ হবে না টুইটার অ্যাকাউন্ট। নতুন রূপে চলবে ওই অ্যাকাউন্টটি। কালামের ঘনিষ্ট কিছু সহযোগী ঠিক করেছেন, এবার থেকে ‘ইন মেমরি অব ড. কালাম’ নামে কালামের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টটি চালাবেন তাঁরা।
ভারতের একাদশ রাষ্ট্রপতি আবদুল কালামের ব্যক্তিগত সহযোগী সৃজন পাল সিং আজ মঙ্গলবার সকালে টুইট করে বলেন, “ড. কালামের অমর স্মৃতিতে তাঁর টুইটার অ্যাকাউন্ট চালানো হবে। তাঁর চিন্তাধারা, শিক্ষা এবং স্বপ্ন- সবই অ্যাকাউন্টিটতে তুলে ধরার চেষ্টা করা হবে। আমরা তাঁকে জানিয়ে দিতে চাই, ‘স্যার, আমরা আপনাকে মিস করছি!’”
সৃজন পাল সিং নিজেই এই টুইটার অ্যাকাউন্টটির দেখভাল করবেন বলে জানিয়েছেন। ওই অ্যাকাউন্টে এখন থেকে কালামের অজস্র ভাষণ এবং সেইসঙ্গে ‘উইংস অব ফায়ার’, ‘ইন্ডিয়া ২০২০’ এবং ‘ইগনাইটেড মাইন্ডসে’র মতো বই থেকে উদ্ধৃতি তুলে দেওয়া হবে। যা অনুপ্রাণিত করবে তাঁর লাখো অনুসারীকে।
এ পি জে আবদুল কালামের ঘনিষ্ঠ সহযোগী সৃজন পাল সিং। সৃজন তাঁর সাথে যৌথভাবে বইও লিখেছেন। ড. কালামের সহযোগী হিসেবে লেখা ‘অ্যাডভান্টেজ ইন্ডিয়া’ বইটি চলতি বছরেই প্রকাশিত হওয়ার কথা রয়েছে।