তালেবানদের নতুন নেতা মোল্লা মানসুর
তালেবানদের প্রধান নেতা মোল্লা মোহাম্মদ ওমর মারা যাওয়ার খবর নিশ্চিত করার একদিন পর ‘জঙ্গি’ ঘোষিত এ সংগঠনটি তাদের নতুন নেতার নাম ঘোষণা করেছে। আজ বৃহস্পতিবার সংগঠনের একটি সূত্রের বরাতে পাকিস্তানের সংবাদপত্র ডন জানায় তালেবানের নতুন প্রধান হিসেবে মোল্লা আখতার মানসুরকে মনোনীত করেছেন সংগঠনের শুরা সদস্যরা।
এর আগে গত মঙ্গলবার বিবিসি তালেবানের প্রধান মোল্লা ওমরের মৃত্যুর খবর জানানোর একদিন পর বুধবার খবরটি নিশ্চিত করেছিল আফগান সরকার। এরপর মোল্লা ওমরের পরিবার এবং তাঁর চিকিৎসকের সূত্রের পর তালেবানের তরফেও নেতা ওমরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
বিশেষ সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, আফগান তালেবান প্রধান মোল্লা ওমরের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর বুধবার রাতে সংগঠনের শুরার সব সদস্য বৈঠকে মিলিত হন। তাঁরা মানসুরকে নতুন তালেবান প্রধান হিসেবে মনোনয়নের জন্য জ্যেষ্ঠ সদস্য হিসেবে ২০ সদস্যের শুরা বোর্ড তাঁকেই সমর্থন দেয়।
মানসুর এর আগে ওমরের ডেপুটি হিসেবে সংগঠনের দায়িত্ব পালন করেছিলেন। তাঁকে বিভিন্ন সময় আফগান সরকারের সঙ্গে চলমান শান্তি আলোচনা চালিয়ে নেওয়ার পক্ষে ভূমিকা রাখতে দেখা গেছে। মানসুর দায়িত্ব নেওয়ায় আফগান সরকারের সঙ্গে তালেবানের শান্তি আলোচনায় নতুন মাত্রা যোগ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে শুরার সব সদস্যই শান্তি আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে মত দেননি বলেও জানিয়েছে ডন পত্রিকা।
তালেবান কর্তৃপক্ষ মোল্লা ওমরের মৃত্যু সংবাদ নিশ্চিত করার কিছুদিন আগেই তালেবানের একটি দলছুট গোষ্ঠী দাবি করেছিল, ওমরকে হত্যা করেছে তালেবানেরই দুই নেতা মোল্লা আখতার মহম্মদ মনসুর ও গুল আগা। দি আফগানিস্তান ইসলামিক মুভমেন্ট ফিদাই মাহাজ নামে তালেবান ভেঙে বেরনো গোষ্ঠীর মুখপাত্র কারি হামজা দাবি করেন, দুই বছর আগে ২০১৩ এর জুলাইয়েই প্রাণ হারান ওমর। এই দাবির সমর্থনে তাঁর হাতে তথ্যপ্রমাণ আছে বলেও জানান তিনি।
ওমরের মারা যাওয়ার খবরটি সঠিক, এমন ইঙ্গিত দিয়েছিল আফগানিস্তানের গুপ্তচর সংস্থা দি ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি। তারা গত নভেম্বরে বলেছিল, ওমর সম্ভবত মারা গেছেন। আর তাঁর মৃত্যুর জেরে ভেঙে তিন টুকরো হয়ে গেছে তালেবান।
আফগান-তালেবান শান্তি আলোচনা স্থগিত
এদিকে তালেবানের প্রধান নেতা মোল্লা ওমরের মৃত্যুর খবরে আফগান সরকার এবং তালেবান জঙ্গিদের মধ্যকার দ্বিতীয় ধাপের শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বরাতে রয়টার্স জানায়, পাকিস্তানের মুরী শহরে আজ বৃহস্পতিবার এ শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু বুধবার আফগান সরকার কর্তৃক তালেবান নেতা মোল্লা ওমরের মৃত্যুর সংবাদ প্রকাশ করার পর এ শান্তি আলোচনা স্থগিত করা হয়।