জালালুদ্দিন হাক্কানির মৃত্যু নিয়ে ফের গুঞ্জন
আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানির মৃত্যু নিয়ে আবার গুঞ্জন শোনা যাচ্ছে। একটি সূত্রের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, হাক্কানি এক বছর আগে মারা গেছেন। তবে পরিবার এ খবর প্রত্যাখ্যান করে বলেছে, হাক্কানি অসুস্থ।
হাক্কানি নেটওয়ার্কের ওই সূত্রটি জানায়, জালালুদ্দিন হাক্কানি দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর এক বছর আগে মারা যান। তাঁকে আফগানিস্তানেই দাফন করা হয়।
কয়েক বছর ধরেই হাক্কানির মৃত্যুর গুজব প্রচারিত হয়ে আসছিল। কিন্তু এখনো কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে তা নিশ্চিত করা হয়নি। তালেবান তাদের নেতা মোল্লা ওমরের মৃত্যুর খবর নিশ্চিত করার একদিন পর হাক্কানির মৃত্যুর খবর প্রকাশিত হলো। তালেবান সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যমগুলো গতকাল শুক্রবার তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেছে।
এ বিষয়ে আফগানিস্তানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জালালুদ্দিন হাক্কানি ছয় বছর আগেই মারা গেছেন। তবে এ কর্মকর্তার দাবি প্রত্যাখ্যান করে হাক্কানির পরিবার বলেছে, ৭০ বছর বয়সী হাক্কানি এখনো জীবিত আছেন। তিনি অসুস্থ থাকায় ছেলে সিরাজুদ্দিন হাক্কানি গোষ্ঠীটি নিয়ন্ত্রণ করছেন।
আল-কায়েদা ও তালেবানের সঙ্গে যুক্ত হাক্কানি নেটওয়ার্ক সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। তারা ন্যাটো বাহিনীর ওপরও হামলা চালিয়েছে।