নাগা জঙ্গিদের সঙ্গে মোদির শান্তিচুক্তি
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/03/photo-1438619401.jpg)
ভারতের নাগাল্যান্ড রাজ্যের জঙ্গিগোষ্ঠী ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিলের (এনএসসিএম) সঙ্গে শান্তিচুক্তি করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বহুল প্রতীক্ষিত এই শান্তিচুক্তির পর বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, উত্তর-পূর্বাঞ্চল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচির এটি একটি বড় সাফল্য। নয়াদিল্লিতে মোদির বাসভবনে চুক্তি স্বাক্ষরের পর জঙ্গি নেতা মইভা চুক্তি বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞার কথা জানিয়েছেন।
আজ সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলেন, ভারতে দীর্ঘদিন ধরে জিইয়ে রাখা একটি সমস্যার সমাধান হলো আজ। মোদি উল্লেখ করেন, জাতির জনক মহাত্মা গান্ধীও নাগাল্যান্ডের উন্নতির স্বপ্ন দেখতেন। এ সময় সমর্থনের জন্য নাগাল্যান্ডের মানুষদের ধন্যবাদ জানান তিনি।
শান্তিচুক্তি অনুযায়ী অস্ত্র সমর্পণ ও শান্তি স্থাপনে এনএসসিএমকে দেড় বছরের সময় দেওয়া হয়েছে। অবশ্য এই জঙ্গি সংগঠনটি বেশ কয়েক বছর অস্ত্রবিরতি পালন করছে। অন্য আরেকটি নাগা জঙ্গিগোষ্ঠী, এনএসসিএম (খাপলাং) অবশ্য ভারতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। কয়েক মাস আগেই মণিপুরে খাপলাং আক্রমণে ১৮ জন সেনার মৃত্যু হয়। এর পর মিয়ানমারে গিয়ে খাপলাং-এর জঙ্গি শিবিরে পাল্টা আঘাত হানে ভারতীয় সেনা।