ভারতীয় সীমান্ত চৌকিতে পাকিস্তানের হামলা, নিহত ১
জম্মু ও কাশ্মীর সীমান্তে ভারতের এক ডজন সীমান্ত চৌকিতে গুলি ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এতে এক বেসামরিক ব্যক্তি (২০) নিহত হয়েছেন। আর দুই পাকিস্তানি জঙ্গির অনুপ্রবেশ রুখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিএসএফের কর্মকর্তারা।
বিএসএফের দাবি, গতকাল সোমবার রাতে ও মঙ্গলবার ভোরে সীমান্তের কানাচক সেক্টরে আন্তর্জাতিক সীমানার কাছে দুই জঙ্গিকে দেখা যায়। তারা গাছপালার মধ্যে লুকিয়ে ছিল। বিএসএফ তাদের দিকে লক্ষ্য করে গুলি চালায়। পরে ভোর ৫টার দিকে পাকিস্তানের সীমান্তরক্ষী আধাসামরিক বাহিনীর (পাকিস্তান রেঞ্জার্স) কানাচক ও পার্গওয়াল সেক্টরে অবস্থিত কয়েকটি ভারতীয় সীমান্ত চৌকিতে গুলি ও মর্টার হামলা চালায়।
আজ সকালের হামলার ঘটনা নিয়ে গত ৪৮ ঘণ্টায় দ্বিতীয়বারের মতো অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গ করেছে পাকিস্তান।
এনডিটিভির সর্বশেষ খবরে জানা গেছে, অস্ত্র ও মর্টারসহকারে এখনো হামলা অব্যাহত রেখেছে পাকিস্তান রেঞ্জার্স। বিএসএফের পক্ষ থেকেও সমানতালে এর জবাব দেওয়া হচ্ছে।
এর আগে রোববার রাতে জম্মু ও কাশ্মীরে ভারত-পাকিস্তান সীমান্ত লাইন অব কন্ট্রোলসংলগ্ন বেশ কয়েকটি ভারতীয় সীমান্ত চৌকিতে হামলা চালায় পাকিস্তান। এ থেকে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে ভারী গোলাগুলি শুরু হয়।
গত মাসে ভারত-পাকিস্তান সীমান্তে ১৯ বার অস্ত্রবিরতি চুক্তি ভঙ্গের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন সীমান্তরক্ষীসহ চারজন মারা যায়। অপর ১৪ জন আহত হয়। আর গত সপ্তাহে অস্ত্রবিরতি ভঙ্গ হয়েছে আটবার।