ভারতে দুই ট্রেন দুর্ঘটনায় নিহত ২৭
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/08/05/photo-1438748284.jpg)
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে অল্প সময়ের ব্যবধানে দুটি যাত্রী ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ২৭ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতের এ ঘটনায় ৩০০ জীবিত যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
মুম্বাই থেকে বারানসিগামী কামায়ানি এক্সপ্রেস ট্রেনটি রাজ্যের রাজধানী ভোপালের ১৬০ কিলোমিটার দূরে মাচাক নদীর কাছে কালভার্ট অতিক্রম করার সময় লাইনচ্যুত হয়। স্থানীয় সময় সাড়ে ১১টার দিকে এ ঘটনা।
এর কয়েক মিনিট পর জনতা এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়, ট্রেনটি মুম্বাই থেকে জাবালপুর যাচ্ছিল।
ভারতীয় রেলওয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, রেললাইনের ওপর উপচেপড়া বন্যার পানি লাইনচ্যুত বগিগুলোর ভেতর ঢুকে গেছে। এর আগে জানানো হয়েছিল, ট্রেন নদীতে পড়ে গেছে।
রেলওয়ের মুখপাত্র অনীল সাক্সেনা বলেন, ওই এলাকায় ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতার কারণে রেললাইন সরে যায়।
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল আটকেপড়া যাত্রীদের উদ্ধারে রাতভর অভিযান চালায়। এক কর্মকর্তা জানান, আজ বুধবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত আটকেপড়া বেশির ভাগ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।
দুই ট্রেনের অক্ষত বগিগুলো মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থলে তিনটি বিশেষ ট্রেনে চিকিৎসক ও উদ্ধারকারী দল যায়।
ভোপাল থেকে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর ৩৫ সদস্যের দল গ্যাস কাটারসহ বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে রওনা হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর টুইটার বার্তায় বলেছেন, ‘মধ্যপ্রদেশে দুটি ট্রেন দুর্ঘটনা অত্যন্ত বেদনার। প্রাণহানির ঘটনায় অত্যন্ত ব্যথিত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’